
টাঙ্গাইল পৌরসভার নবাগত নির্বাহী প্রকৌশলী মোঃ শাহজাহান আলী যোগদান করেছেন।
বুধবার (২৩ এপ্রিল) সকালে তিনি যোগদান করেন।
গত (১৭ এপ্রিল) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ কবির উদ্দিন স্বাক্ষরিত আদেশে রাজশাহীর নওহাটা পৌরসভা থেকে টাঙ্গাইল পৌরসভায় বদলির আদেশ হয়।
প্রকৌশলী মোঃ শাহজাহান আলী’র জন্ম স্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলায়।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুর থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করার পর প্রথমে ২০১৩ শাহজাদপুর পৌরসভার প্রকৌশলী হিসেবে যোগদান করেন।
এরপর সিরাজগঞ্জ ও নওহাটা পৌরসভার প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন।