
সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের পূর্বঘোনারচালা পূর্ব এলাকায় এক গৃহবধূকে হত্যার অভিযোগে এনামুল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে করটিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার এনামুল হক কুড়িগ্রাম সদর এলাকার যোগদহ গ্রামের হযরত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি লোমহর্ষক ও চাঞ্চল্যকর হত্যা হওয়ায় রহস্য উদঘাটনে নিরন্তর চেষ্টা চালায়। পরে সখীপুর থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মোশারফ চৌধুরী ও এসআই জাহাঙ্গীর, এসআই সুমন সহ থানার চৌকস একটি টিম অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এনামুল স্বীকারোক্তি মুলক জবানবন্দিতে পুলিশকে জানায়, দীর্ঘদিন যাবত দিনমজুরের কাজের সুবাদে আমেনা সাথে তার পরিচয় হয়। হত্যার পর থেকে এনামুল পলাতক ছিল।
মামলার বাদী লিতু আক্তার তার মার হত্যার ফাঁসি দাবি করেন।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে। এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
উল্লেখ, আমেনা সৌদি প্রবাসী স্বামীর সাথে ফোনে কথা বলার জন্য বাইরে আসলে এনামুল এই সুযোগ তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে যায়।