
ফি লি স্তি নের গা জা ও রা ফা য় ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন করেছে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক সড়কের ভূঞাপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সুজনের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, উপজেলা সনাতন ধর্মাবলম্বী সংঘের সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস নারায়ণ দে সরকার প্রমুখ।
এ সময় ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, শিক্ষিকা তাপসী বসাক, সাংবাদিক আব্দুর রশিদ, মাসুদ, ফরমান শেখ, তৌফিকুর রহমান, মাহমুদুল হাসানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নানান শ্রেণি-পেশার লোকজন মানববন্ধনে অংশগ্রহণ করেন।