ঢাকা , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

যমুনায় বালু উত্তোল‌ন: ৭ জন‌কে ভ্রাম্যমাণ আদাল‌তের সাজা

টাঙ্গাইলের ভুঞাপু‌র উপজেলার যমুনা নদী‌তে অ‌বৈধ ভাবে বালু উত্তোলনের দা‌য়ে ৭ জন‌কে আটক ক‌রে যৌথবা‌হিনী। প‌রে আটককৃত‌দের ম‌ধ্যে ৫ জন‌কে ১মাস ক‌রে কারাদণ্ড ও ২ জন‌কে ৭‌ দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মো. তা‌রিকুল ইসলাম।

বুধবার (৯ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার সিরাজকা‌ন্দি এলাকায় অ‌ভিযান পরিচালনা করা হয়। প‌রে আটককৃত‌দের সাজা দি‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। ‌

কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন- উপ‌জেলার সিরাজকা‌ন্দি গ্রা‌মের মৃত সাত্তার মিয়ার ছে‌লে বাদশা মিয়া (৩৬), একই গ্রা‌মের লুৎফর রহমা‌নের ছে‌লে মো. আক্তার (৩৬), মৃত হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দী‌নের ছে‌লে দিলদার হো‌সেন (৬০), একই গ্রা‌মের ওসমান (৪০) ও আবুল কা‌শেম (৪৮) এবং পলশিয়া গ্রা‌মের মৃত অহম আলীর ছে‌লে বেলাল হো‌সেন (৩৫)।

জানা গে‌ছে, এরা যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বালু উত্তোলন ক‌রে ট্রাক‌যো‌গে বি‌ক্রি কর‌ছিল।

প‌রে খবর পে‌য়ে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে যৌথবা‌হিনী। এতে বালু উত্তোল‌নে জ‌ড়িত ৭ জন‌কে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪‌টি ভেকু জব্দ করা হয়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একেএম ‌রেজাউল ক‌রিম জানান, যমুনা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোলন ব‌ন্ধে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৭ জন‌কে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্যমে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেওয়া হয়। আসামিদের বৃহস্প‌তিবার কারাগা‌রে পাঠা‌নো হ‌বে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

যমুনায় বালু উত্তোল‌ন: ৭ জন‌কে ভ্রাম্যমাণ আদাল‌তের সাজা

আপলোডের সময় : ০৭:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫

টাঙ্গাইলের ভুঞাপু‌র উপজেলার যমুনা নদী‌তে অ‌বৈধ ভাবে বালু উত্তোলনের দা‌য়ে ৭ জন‌কে আটক ক‌রে যৌথবা‌হিনী। প‌রে আটককৃত‌দের ম‌ধ্যে ৫ জন‌কে ১মাস ক‌রে কারাদণ্ড ও ২ জন‌কে ৭‌ দিন ক‌রে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ক‌রেন ভ্রাম্যমাণ আদাল‌তের নির্বাহী ম্যাজি‌স্ট্রেট মো. তা‌রিকুল ইসলাম।

বুধবার (৯ এপ্রিল) বি‌কে‌লে উপ‌জেলার সিরাজকা‌ন্দি এলাকায় অ‌ভিযান পরিচালনা করা হয়। প‌রে আটককৃত‌দের সাজা দি‌য়ে পু‌লি‌শের কা‌ছে হস্তান্তর করা হয়। ‌

কারাদণ্ডপ্রাপ্তরা হ‌লেন- উপ‌জেলার সিরাজকা‌ন্দি গ্রা‌মের মৃত সাত্তার মিয়ার ছে‌লে বাদশা মিয়া (৩৬), একই গ্রা‌মের লুৎফর রহমা‌নের ছে‌লে মো. আক্তার (৩৬), মৃত হা‌বিবুর রহমা‌নের ছে‌লে মো. সুমন (৩০), মৃত জালাল উদ্দী‌নের ছে‌লে দিলদার হো‌সেন (৬০), একই গ্রা‌মের ওসমান (৪০) ও আবুল কা‌শেম (৪৮) এবং পলশিয়া গ্রা‌মের মৃত অহম আলীর ছে‌লে বেলাল হো‌সেন (৩৫)।

জানা গে‌ছে, এরা যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দি‌য়ে দীর্ঘদিন ধ‌রে বালু উত্তোলন ক‌রে ট্রাক‌যো‌গে বি‌ক্রি কর‌ছিল।

প‌রে খবর পে‌য়ে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে যৌথবা‌হিনী। এতে বালু উত্তোল‌নে জ‌ড়িত ৭ জন‌কে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪‌টি ভেকু জব্দ করা হয়।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) একেএম ‌রেজাউল ক‌রিম জানান, যমুনা নদী‌তে অ‌বৈধভা‌বে বালু উত্তোলন ব‌ন্ধে অ‌ভিযান প‌রিচালনা ক‌রে ৭ জন‌কে ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্যমে বি‌ভিন্ন মেয়া‌দে সাজা দেওয়া হয়। আসামিদের বৃহস্প‌তিবার কারাগা‌রে পাঠা‌নো হ‌বে।