
টাঙ্গাইলে পরিবেশ সুরক্ষায় সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি শাখা বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছেন।
গত শনিবার (২৩ আগস্ট) এ বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করে।
কালিহাতীর মগড়া পালস ইউনিয়ন হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শাহজালাল ইসলামি ব্যাংক পিএলসি, টাঙ্গাইল শাখার ম্যানেজার ও ইভিপি মোঃ আব্দুল খালেক।
এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মগড়া পালস ইউনিয়ন হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি রড়ওচোনা বাজার শাখার ম্যানেজার মোঃ আল আমিন মন্ডল (এভিপি), নাগরপুর শাখার ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম (এফএভিপি), কালিহাতি শাখার ম্যানেজার মোঃ দিদারুল ইসলাম (এফএভিপি), তক্তারচালা বাজার শাখার ম্যানেজার মোঃ আব্দুল ওয়াদুদ (এফএভিপি), করোটিয়া শাখার ম্যানেজার রাশেদুল হাসান (জেএভিপি), টাঙ্গাইল শাখার ডেপুটি ম্যানেজার মোঃ মিজানুর রহমান (এফএভিপি) সহ শাখার অন্যান্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
উক্ত কর্ম-সূচিতে ফলদ, বনজ ও ঔষধি গাছের বিভিন্ন চারা রোপণ করা হয়, যার মধ্যে আম, জাম, কাঁঠাল,লিচু, নারিকেল,রড়ই,আমড়া নিম ও মেহগনি গাছের চারা উল্লেখ যোগ্য।
অতিথি বৃন্দ ও ব্যাংকের কর্মকর্তারা শিক্ষার্থীদের সাথে নিয়ে চারা রোপণ করেন এবং তাদের সঠিক পরিচর্যার পদ্ধতি শিখিয়ে দেন।
শাহজালাল ইসলামী ব্যাংক টাঙ্গাইল শাখার এই বৃক্ষরোপণ কর্মসূচি স্থানীয় জনসাধারণ ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
এটি কেবল স্কুলের সৌন্দর্যই বৃদ্ধি করবে না, বরং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টিতে দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে।
এই ধরনের উদ্যোগ সমাজের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।