
সারাদেশে আইন-শৃঙ্খলা অবনতির প্রতিবাদে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল করেছেন টাঙ্গাইল জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পূণরায় পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলা ছাত্রদলের আহ্বায়ক দূর্জয় হোড় শুভ, সদস্য সচিব এম এ বাতেন, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, সদস্য আসিফ খান মুন্নাসহ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
এ সময় বিক্ষোভকারীরা জামায়াতে ইসলামী ও দেশের আইনশৃঙ্খলা নিয়ে বিভিন্ন শ্লোগান দেন।