
ইনোভেটিভ বিল্ডার অফ দা ইয়ার এশিয়া-২০২৫ পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের জায়ান বিল্ডার্স এন্ড ডেভলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান।
শুক্রবার (২৭ জুন ) রাতে নেপালের রাজধানী কাঠমন্ডুতে অবস্থিত হোটেল ক্রিস্টাল পাশুপতিতে আয়োজিত এশিয়ান বিজনেস আইকনিক এওয়ার্ড সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয় আমিনুর রহমানের হাতে।
এশিয়ান বিজনেস পার্টনার শিপের নির্বাহী পরিচালক মো.গোলাম মজনুর সভাপতিত্বে আয়োজিত সামিটে প্রধান অতিথি ছিলেন নেপালের বন ও পরিবেশমন্ত্রী আইন বাহাদুর শাস্ত্রী।
বিশেষ অতিথি ছিলেন- নেপালের সংস্কৃতি, পর্যটন ও বেসামরিক বিমান চলাচল মন্ত্রী আনন্দ প্রসাদ পোখরেল, স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী কুন্তী কুমারী শাহী, ভৌত অবকাঠামো বিষয়ক মন্ত্রী কৃষ্ণ লাল ভদেল প্রমুখ।
এ সময় আয়োজকরা জানান, এই অনুষ্ঠানে এশিয়ার ৮টি দেশের মোট ৩২জন উদ্যোক্তা অংশগ্রহণ করে।
এ বিষয়ে জায়ান বিল্ডার্স এন্ড ডেভলপার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান বলেন, আজকের এই অর্জন পুরো জায়ান বিল্ডার্স টিমের সৃজনশীলতা ও পরিশ্রমের ফসল।
আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে পারা আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের। আমরা টেকসই ও উদ্ভাবনী নগর জীবন গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতে আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত রাখার চেষ্টা করবো।
অনুষ্ঠান শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও গালা ডিনারের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশসহ এশিয়ার ৫টি দেশের শিল্পীরা অংশগ্রহণ করে। পরে ৮ টি দেশের ঐতিহ্যবাহী খাবার এই গালা ডিনারে পরিবেশন করা হয়।