
সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া বাজার এলাকায় ঢাকা ফুড অ্যান্ড বেকারীকে জরিমানা করা হয়।
রোববার (২৯ জুন) উপজেলার কচুয়া বাজারের পশ্চিম দিকে বহেড়াতৈল রোডে বিকেলে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।
ঐ কারখানায় অবৈধভাবে মানবদেহে রং মিশ্রিত পানি, মেয়াদত্তীর্ণ ঢালডা, অপরিছন্ন পরিবেশ ও নানা অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইনে জরিমানা করা হয়। এ কারখানায় অভিযান শেষে স্বত্বাধিকারীকে ১৫ হাজার টাকা জরিমানা করে।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) নাজমুস সামা জানান, অনিয়মের দায়ে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারা অনুসারে আর্থিক জরিমানা করা হয়েছে। এইরকম অভিযান নিয়মিত চলমান থাকবে।