
টাঙ্গাইলে জেলা কুইজিং সোসাইটির উদ্যোগে প্রথম জাতীয় আন্তঃস্কুল কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা হতে মাধ্যমিক স্তরের প্রায় পঞ্চাশটি স্কুল এতে অংশ গ্রহণ করে।
একক কুইজ ও দলগত কুইজ এ চ্যাম্পিয়ন হয় সৃষ্টি একাডেমিক স্কুল। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন এসোসিয়েট প্রফেসর হোস্ট বিটিভি কুইজের ফেরদৌস বাপ্পি ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ।
এ সময় সৃষ্টি একাডেমিক স্কুলের শিক্ষক প্রতিনিধি ও জাতীয় আবৃত্তি শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরিফ আহমেদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা অনুষ্ঠান শেষ এ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্যান্য অতিথি বৃন্দ।