
‘রুপ কথা, পুর্ণতা, না না, অসামাজিক, বসে আছিসহ নানা জনপ্রিয় গানে টাঙ্গাইল মাতালো ওয়ারফেজের ভোকালিস্ট পলাশ নুর, দলনেতা শেখ মনিরুল আলম টিপুসহ অন্যান্য সদস্যরা।
বুধবার রাতে টাঙ্গাইল শহিদ স্মৃতি পৌরউদ্যানে শহরের ঐতিহ্যবাহী বিবেকানন্দ হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বয়ে বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবশেন করেন তারা।
এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির প্রচার সম্পাদক ও বিবেকানন্দ ফুটবল চ্যাম্পিয়নশীপের চেয়ারম্যান সুলতান সালাউদ্দিন টুকু।
বিবেকানন্দ চ্যাম্পিয়নশীপের সভাপতি ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শহর বিএনপির সহ-সভাপতি শাহীন আকন্দ, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আরিফুর ইসলাম আরিফ, যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মির্জা ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড়, সদস্য সচিব এম এ বাতেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হাসান মালা, শহর যুবদলের আহ্বায়ক রাশেদ খান সোহাগ প্রমুখ।
বিবেকানন্দ চ্যাম্পিয়নশীপে ১৯৯০ সাল থেকে ২০২৬ সালের এসএসসি ব্যাপের ২০ টি দল অংশ নিবে।