
ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ। এর ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে।
তবে কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছে।
অন্যদিকে, যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে।
এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ২০০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষ সূত্রে, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ১৮২টি যানবাহন পারাপার হয়েছে।
এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৩০০ টাকা।
এ দিকে, ঢাকাগামী ৩০ হাজার ৮১৭টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় ১ কোটি ৯৪ লাখ ৭৪ হাজার ৯০০ টাকা।
পুলিশ জানায়, সিরাজগঞ্জের পশ্চিম প্রান্তে যানবাহনের ব্যাপক চাপ ও ধীরগতি রয়েছে। এর ফলে যমুনা সেতুর পূর্বপ্রান্ত থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত যানবাহনের চাপ কিছুটা বেশি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মহাসড়কে যানজট নিরসনে পুলিশ সদস্যরা কাজ করছেন। ঢাকামুখী যানবাহনের চাপ বাড়লেও যানবাহন হয়নি।