
টাঙ্গাইলের মির্জাপুরে দুই সহযোগীসহ উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক জিএস সেলিম সিকদারের স্ত্রী রুবি আক্তার কণাকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই সহযোগী- পৌর সদরের পুষ্টকামুরী খালপাড়ার স্বপন মিয়া (৪৮) এবং পাশের সখীপুর উপজেলার হাতিয়া রাজাবাড়ি গ্রামের সজীব দেওয়ান (৩১)।
গত বুধবার (২৮ মে) রাতে মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডের মনসুর টাওয়ারের ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, নারী সহ তিন জনের নামে মাদক আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।