
আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) এর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগ, লুট-পাটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে ভিডিওটি ভাইরাল হলে দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
ভিডিওটি ভূয়া বলে জানিয়েছে পুলিশ।
তবে, ভিডিওটি কোন এলাকার বা কবের সেটা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পর লতিফ সিদ্দিকীর বাড়িতে নিরাপত্তায় পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, ভিডিওটি ভুয়া।
এ ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনী লতিফ সিদ্দিকীর বাসায় নিরাপত্তা দিয়ে রেখেছে।
এ দিকে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ ৭১ এর আয়োজিত এক অনুষ্ঠানকে ঘিরে উত্তেজনার পর সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ বেশ কয়েক জনকে আটক করে পুলিশ।
পরে তাদের রাজধানীর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।
এ ঘটনার প্রতিবাদে ও লতিফ সিদ্দিকীর মুক্তি চেয়ে বিকেলের দিকে টাঙ্গাইলে পৌর শহরের নিজ বাস ভবনে সংবাদ সম্মেলন করেছেন তার ছোট ভাই বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী (বীরউত্তম)।