প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৭:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২৭, ২০২৫, ৭:০২ এ.এম
ঘাটাইলে স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৭

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনার মূল হোতাসহ ৭ জন আসামিকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে তাদের ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সোহাগ মন্ডল, মিন্টু, মোশাররফ, জসিম, আমিনুল, আনোয়ার ও ময়নাল।
এ বিষয়ে টাঙ্গাইল পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, গত (১৮ আগস্ট) ভোরের দিকে ঘাটাইলের চক পাকুটিয়ার স্বর্ণকার অমল বনিকের বাড়িতে ডাকাতি হয়।
অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে অমল বণিকের মা কৃষ্ণা রাণীদ্বয়কে মৃত্যুর ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা, পিতলের প্রতিমা ও মোবাইল ফোনসহ ৬ লাখ টাকার মালামাল লুট করে।
এ দিকে, ডাকাতির সময় বাঁধা দিলে ডাকাতরা অমলের বাম হাতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
অমলের চিৎকারে স্থানীয় লোকজন বিষয়টি টের পেলে ডাকাতরা পটকা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় অমল বনিক বাদী হয়ে অভিযোগ দায়ের করলে (২৪ আগস্ট) রাতে কালিয়াকৈরের সফিপুর থেকে ডাকাত দলের সদস্য মো. সোহাগ মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
তার কাছ থেকে লুট করা একটি মোবাইল উদ্ধার করা হয়।
পরে, গ্রেপ্তারকৃত আসামি আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
গত মঙ্গলবার (২৬ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির ঘটনার মূল হোতা মিন্টুকে নেত্রকোণার কেন্দুয়া থেকে গ্রেপ্তার করা হয়।
পরে মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানা এলাকার বিভিন্ন স্থান থেকে অন্য আসামীদের গ্রেপ্তার করা হয় এবং স্বর্ণ ও রুপা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
তাদের কাছ থেকে একটি মোবাইল, পাঁচ রতি স্বর্ণ ও ৩৪ ভরি রূপা উদ্ধার করা হয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.