টাঙ্গাইলের শাহানশাহগঞ্জ এলাকার বহুল আলোচিত প্রতারক মো. হাফিজউদ্দিন সরকার (হাবিব) অবশেষে গ্রেফতার হয়েছেন।
দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এ ব্যক্তি বিভিন্ন সময় বিদেশে পাঠানোর নামে ও জমি কেনাবেচার মাধ্যমে বহু পরিবারকে সর্বস্বান্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২৫-৩০ বছর আগে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে হাফিজউদ্দিন পালিয়ে যান।
পরে বিপুল টাকার পাহাড় নিয়ে এলাকায় ফিরে এসে ২০১৭ সালে ছিলিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হলেও পরাজিত হন।
নির্বাচনের পর পুনরায় প্রতারণার মাধ্যমে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে আবার আত্মগোপনে চলে যান।
তার নামে একাধিক মামলা চলমান রয়েছে। সম্প্রতি গোয়েন্দা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করে থানায় পাঠানো হয়।
পরে তাকে কোর্টের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়, এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করে এবং প্রতারিত পরিবারগুলো তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.