টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পরকীয়া সন্দেহে রোজিনা আক্তার (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
সোমবার (১৮ আগস্ট) উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
রোজিনা আক্তার একই গ্রামের মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে।
ঘটনার পর থেকে অভিযুক্ত আব্দুল লতিফ (৪৬) পলাতক।
তিনি ওই এলাকার খবির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে বনিবনা হচ্ছিল না। এক সপ্তাহ আগে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হলে বাবার বাড়ি চলে যান রোজিনা।
রবিবার মীমাংসার মাধ্যমে রোজিনাকে বাবার বাড়ি থেকে নিজ বাড়ি নিয়ে আসেন লতিফ।
সোমবার দুই সন্তান স্কুলে গেলে বাড়ি ফাঁকা হয়ে যায়।
এ সময় বসতঘরের খাটে শুয়ে থাকা রোজিনার গলায় কুড়াল দিয়ে কোপ দেন লতিফ।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে লতিফ পালিয়ে যান।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.