এ দেশে ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র ও তাদের দোসররা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
শনিবার (১৬ আগস্ট) টাঙ্গাইল প্রেসক্লাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, রোজার আগে ফেব্রুয়ারীতে নির্বাচনের ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী চিঠিও দিয়েছে।
এতে জাতি আশ্বস্ত হয়েছে। দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে, মানুষ তার ভোটাধিকার পাচ্ছে।
তিনি আরে বলেন, ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তার দোসররা ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক।
তারপরও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, তারা আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ইনআশাল্লাহ।
সেটি এক মাত্র ভোটের মধ্যে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে।
প্রধান উপদেষ্টা রোজার আগেই নির্বাচনের কথা ঘোষণা দিয়েছেন।
তাই কোনো অপ-শক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না।
যেহেতু রাষ্ট্রের এক জন দায়িত্বশীল ব্যক্তি এই নির্বাচনের কথা বলেছেন।
সে ক্ষেত্রে আমরা আশ্বস্ত এবং আমরা সাধুবাদ জানাই।
তাই আমি মনে করি আগামী নির্বাচন ফেব্রুয়ারী মাসেই হবে।
এ সময় অনুষ্ঠানে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদ হক সানু প্রমুখ।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.