
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পরিষদ পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলা পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার, নারীদের সেলাই মেশিন, কৃষকদের স্প্রে মেশিন, শিক্ষার্থীদের বাইসাইকেল ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সরঞ্জামাদি বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।
উক্ত অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল জনাব শরীফা হক।
এ সময় ঘাটাইল উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকমন্ডলী, মাদ্রাসার অধ্যক্ষ/সুপারবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, প্রতিবন্ধী ব্যক্তি ও পরিবারের সদস্যবৃন্দ, ক্ষুদ্র প্রান্তিক কৃষকবৃন্দ, স্কুল মাদ্রাসা ও কলেজে অধ্যয়নরত শিক্ষীর্থীবৃন্দ. দুস্হ নারীসহ বিভিন্ন সুধীবৃন্দ।
অনুষ্ঠান শেষে স্মৃতিস্মারক হিসেবে ’কৃঞ্চচূড়া” বৃক্ষরোপন করেন।
এ ছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত উপজেলা পরিষদ অডিটোরিয়াম এর আধুনিকায়ন, চত্ত্বরে অবস্হিত ’অভিলাষ” ফোয়ারা, সেলফি কর্ণার “ আই লাভ ঘাটাইল” এর শুভ উদ্বোধন করেন।
সর্বশেষ তিনি উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার (ভূমি) এর কাযালয় পরিদর্শন করেন ও সার্বিক কাযক্রমের সন্তোষ প্রকাশ করেন।
আধুনিক ঘাটাইল বিনির্মাণে জনমুখী প্রকল্প বাস্তবায়নে বেশি গুরুত্বরোপ করেন।
পরিদর্শনকালে সফর সঙ্গী ছিলেন- সহ উপ-পরিচালক, স্হানীয় সরকার, ঢাকা বিভাগ মোছা: সেলিনা বানু, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব জনাব আল মামুন।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবু সাঈদ সার্বিক সমন্বয় করেন।