প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ২:০১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ১২:৫২ পি.এম
সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদও কিন্তু জনগণের ভোট নিয়ে লুণ্ঠন করে ছিল: টুকু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারন সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের এই মুহূর্তে একটাই চাওয়া সেটা হল নির্বাচন।
আর এই নির্বাচন নিয়ে তালবাহানা করা হচ্ছে।
নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সেটা জনগণ কখনোই মেনে নিবে না।
আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয় মিছিলে কেন্দ্রীয় বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, জনগণের শক্তি হচ্ছে এ দেশের সবচেয়ে বড় শক্তি। আর সেই শক্তিকে ফ্যাসিস্ট সরকার ভয় পেত।
যার কারণে জনগণের ভোটাধিকার হরণ করেছিল ফ্যাসিস্ট সরকার।
সেই ফ্যাসিস্ট সরকার কিন্তু আজকে এ দেশ থেকে বিতাড়িত হয়েছে।
তিনি আরো বলেন জনগণের বিপক্ষে যখন যে গিয়েছে তারি বিপদ হয়েছে।
সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদও কিন্তু জনগণের ভোট নিয়ে লুণ্ঠন করে ছিল।
তিনিও কিন্তু টিকতে পারিনি।
তিনি বলেন এই জুলাই আন্দোলনে প্রায় ৪৭২এর অধিক নেতাকর্মীরা নিহত হয়েছেন।
আজকে শত শত শহীদের রক্তে অর্জিত ফ্যাসিবাদ সরকার বিদায় নিয়েছে।
টুকু বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন।
যারা গণতন্ত্রকে লুণ্ঠিত করতে চায় তাদের বিরুদ্ধে কিন্তু জনগণ আবার গর্জে উঠবে।
কাজেই যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত নির্বাচন দিন তা না হলে সামনের দিন কিন্তু ভয়াবহ পরিস্থিতি হবে।
এ সময় টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি'র সভাপতি আজগর আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল ও সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক শানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, শ্রমিক দলের সাধারন সম্পাদক একেএম মনিরুল হক ভিপি (মুনির) প্রমুখ।
দৈ/টা/প্র/অন্তু/৫/৮/২০২৫ইং।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.