প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ২:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৫:৫২ এ.এম
সখীপুরে সন্তানদের সামনে স্ত্রীকে হত্যা: স্বামী গ্রেপ্তার

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সন্তানদের সামনে স্ত্রীকে হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ এর সদস্যরা।
রোববার (৩ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে ঘাতক মেহেদী হাসানকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এতে ঘটনার ১০ঘন্টা পর আসামিকে গ্রেপ্তার করে র্যাব-১৪, সিপিসি-৩ টিমের সদস্যরা।
এর আগে গত রোববার সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় স্ত্রী কাকুলি আক্তারকে ছুরি দিয়ে হত্যা করে পালিয়ে যায় স্বামী মেহেদী হাসান।
অভিযুক্ত স্বামী মেহেদী হাসান সখীপুর উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে।
তিনি স্ত্রী-সন্তানদের নিয়ে পৌরসভার জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
টাঙ্গাইল র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কাওছার বাঁধন জানান, স্ত্রীকে হত্যার পর মেহেদী পালিয়ে যায় এলাকা থেকে।
পরে সে গাজীপুরের কোনাবাড়ি এলাকায় আত্মগোপন করেন।
তথ্য প্রযুক্তির সহায়তায় কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানান, গ্রেপ্তারকৃত মেহেদীকে রাতেই সখীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈ/টা/প্র/অন্তু/৪/৮/২৫।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.