টাঙ্গাইলের সখীপুর উপজেলায় স্বামী মেহেদী হাসারের বিরুদ্ধে স্ত্রী কাকলিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
রোববার (৩ আগস্ট) সকালে সখীপুর উপজেলার জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কাকলি উপজেলার ইছাদিঘী গ্রামের আতিয়াপাড়া বাসিন্দা।
এ ঘটনার পর অভিযুক্ত স্বামী পালিয়ে গেছে।
নিহত কাকলি স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ জেলখানা মোড়ে একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানায়, মেহেদী হাসান ও কাকলির মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল।
রোববার সকালে কথা কাটাকাটির একপর্যায়ে মেহেদী ঘরের মাংস কাটার ছুরি দিয়ে কাকলির শরীরে উপর্যুপরি আঘাত করে।
এতে ঘটনাস্থলেই কাকলির মৃত্যু হয়। ঘটনার পর মেহেদী বাসা থেকে পালিয়ে যায়।
এ খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.