সখীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতা
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) সখীপুর পৌর শহরের ৩ নং ওয়ার্ডের গার্লস স্কুল রোডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- বাসাইল উপজেলার গিলাবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে শিহাব মিয়া (১৯) ও সখীপুর উপজেলার দাঁড়িয়াপুর ইউনিয়নের খোলাঘাটা গ্রামের মোসা সিকদারের ছেলে নিতু সিকদার (১৯)।
সখীপুর থানার উপ-পরিদর্শক (এস.আই) মোশারফ হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করে।
পুলিশ সূত্রে, গোপন সংবাদের ভিত্তিতে সখীপুর শহরের গার্লস স্কুল রোড এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানের সময় ইয়াবা বিক্রির মুহূর্তেই দুই জনকে আটক করা হয়েছে।
পরে তাদের দেহ তল্লাশি করে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পরবর্তীতে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
স্থানীয় প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.