প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৮, ২০২৫, ৮:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৬:২৬ পি.এম
বাসাইলে কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের বাসাইল উপজেলার কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তারুণ্যের উৎসব উদযাপন ও জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শিশু শহিদদের স্মরণে কবিতা, গান, রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ওই বিদ্যালয়ের ক্লাস রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফেরদৌস আরা আক্তার, সহকারী শিক্ষক মুনসুর হেল্লাল মিঞা, জাকির হোসেন, পারভীন সিকদার, চাঁদ রেখা আক্তারসহ ওই স্কুলে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.