
টাঙ্গাইলের গোপালপুর পৌর শহরের বাজারে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) এ সংক্রান্ত অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তুহিন হোসেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বাজারে প্রবেশের মূল সড়কের পাশের ফুটপাত দখল করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অস্থায়ী দোকান বসিয়ে পথচারীদের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি করেছিল।
এতে করে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হত এবং দুর্ঘটনা ঘটত।
এ পথে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যাতায়াত করতে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হতেন।
বৃদ্ধ পথচারীদের দর্ভোগও ছিল চোখের পড়ার মত। বিষয়টি নজরে আসার পর উপজেলা ও পৌর প্রশাসন এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও তুহিন হোসেন বলেন, পথচারীদের নিরাপদ চলাচলের স্বার্থে ফুটপাত দখলমুক্ত রাখতে হবে।
সরকারি জায়গা দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।