
টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় কসাইয়ের খামার থেকে চুরি হওয়া ৩ টি গরুসহ এক কসাইকে চুরির অভিযোগে আটক করা হয়েছে।
আটককৃত চোরকে হেমনগর তদন্ত কেন্দ্রে এক নজর দেখতে উৎসুক জনতা ভীড় জমায়। বুধবার (২৩ জুলাই) গোপালপুর উপজেলার নলিন গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গতরাতে হেমনগর ইউনিয়নের শিমলা পাড়া গ্রামের, মান্নান তালুকদারের ১গরু চুরি যাওয়ার অভিযোগের ভিত্তিতে। গোপনসূত্রে পাওয়া তথ্যানুযায়ী বুধবার সকালে নলিন গ্রামের লিটন কসাইয়ের বাড়ির খামার থেকে, মান্নান তালুকদারের গরুসহ ৩টি চুরি যাওয়া গরু উদ্ধার করে পুলিশ।
এ সময় লিটন কসাইয়ের ছেলে রাসেল কসাইকে আটক করে পুলিশ, তার দেয়া তথ্যানুযায়ী ভুঞাপুর উপজেলার জোতকুরা গ্রামের হারেসের পুত্র রফিক, একই গ্রামের উজ্জ্বলের পুত্র শিপনকে আটক করে হেমনগর তদন্ত কেন্দ্রে নিয়ে আসে পুলিশ।
গরু চোর আটকের খবর ছড়িয়ে পড়লে, উৎসুক জনতা গরু চোর দেখতে তদন্ত কেন্দ্রের সামনে এসে ভীড় জমায়।
হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রোজ তালুকদার বলেন, এরা সংঘবদ্ধভাবে গরু চুরি করে এনে রাতেই জবাই করে সকালে মাংস বিক্রি করে দেয়, বেশি গরু আনলে বাড়ির ভেতরে খামারে রাখে।
গোপালপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, আটককৃতদের দেয়া তথ্যানুযায়ী বাকিদের ধরার অভিযান অব্যাহত রয়েছে।
আভুঙ্গী গ্রামের আনোয়ার হোসেন মুসা জানান, গতরাতে তার খামার থেকে ৪টি গরু চুরি হয়েছে। একটা ছুটে যাওয়ায় নিতে পারেনি।