টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় মনিরুজ্জামান ওরফে (জুয়েল মণ্ডল) নামে এক ছাত্রদল নেতার বাবা সায়েব মণ্ডলকে (৬৫) গাঁজাসহ আটক করা হয়েছে।
জুয়েল ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক।
সোমবার (২১ জুলাই) দুপু্রে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম নিশ্চিত করেন।
তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে গত রোববার রাতে উপজেলার একই ইউনিয়নের খানুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে জুয়েলের বাবা সায়েব মণ্ডলকে গাঁজাসহ আটক করেন যৌথবাহিনী।
এ বিষয়ে ভূঞাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসন বলেন, ছাত্রদলে কোনো মাদক কারবারিদের স্থান নেই।
জুয়েলের বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেটি তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.