
পাথর দিয়ে মানুষ হত্যা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এখন যেন নিত্য দিনের ভয়াবহ চিত্র হয়ে উঠেছে এমন মন্তব্য করে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামি যুব আন্দোলন।
শনিবার (১২ জুলাই) দুপুরে ইসলামি যুব আন্দোলন নাগরপুর উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি নাগরপুর সরকারি কলেজ গেইট থেকে শুরু হয়ে নাগরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেইটে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন- ইসলামি ছাত্র আন্দোলন নাগরপুর উপজেলার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল, ইসলামি যুব আন্দোলন গয়হাটা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সুজন মিয়া, ইসলামি যুব আন্দোলন উপজেলা সেক্রেটারি মুফতি আল আমিন সিরাজি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মুফতি আ. হাদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার সেক্রেটারি মুফতি আল আমিন মাজাহেরী, উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন।
বক্তারা আরো বলেন,পাথর দিয়ে মানুষ হত্যা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। এ ধরনের বর্বরতা আমাদের মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করছে। চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্বে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতায় ভুগছে।
এ অবস্থায় অপরাধীদের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির ব্যবস্থা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।
দোয়া পরিচালনা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগরপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য মাওলানা মোহাম্মদ আলী সাহেব দামাত বারকাতুহু।
এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন ওলামায়ে কেরাম ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন। বিক্ষোভ শেষে একটি শান্তিপূর্ণ সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।