চলতি এসএসসি পরীক্ষার ফলাফলে সেরা সাফল্য পেয়েছে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজ।
২০২৫ সালে এসএসসি পরীক্ষায় ৫০জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়েছে ৪০ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল দুইটায় ফলাফল প্রকাশিত হলে শিক্ষার্থী ও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী এবং অভিভাবকবৃন্দ এই সাফল্যে ক্যাডেট কলেজ ক্যাম্পাস জুড়ে আনন্দের বন্যা বয়ে যায়।
এ দিকে মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্ণেল এস এম ফয়সল পিএসসি জানান, শিক্ষার্থীদের নিরলস অধ্যবসায় শিক্ষক মন্ডলীদের তত্ত্বাবধান ও অভিভাবকদের সহযোগিতায় এই ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
মির্জাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম আরিফুল ইসলাম বলেন, ক্যাডেট কলেজ আমাদের গৌরব।
এ সাফল্য জনক ফলাফলে পুরো মির্জাপুর তথা টাঙ্গাইলবাসী গর্বিত। শিক্ষা ও চিকিৎসাসহ সব দিক দিয়ে সারাদেশের মধ্যে মির্জাপুর এগিয়ে রয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.