
টাঙ্গাইলে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও মোমশিখা প্রজ্বলন করেছে জেলা ছাত্র ফেডারেশন।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠান থেকে ছাত্র-জনতার হত্যার বিচারের পাশাপাশি বৈষম্যহীন দেশ গঠনের দাবি উঠে আসে।
এতে বক্তব্য রাখেন- ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ হওয়া মারুফের মা মোর্শেদা বেগম, সঙ্গীত শিল্পী লিজু বাউলা, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বিথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা প্রমুখ।
এতে জুলাই অভ্যুত্থানে শহীদের পরিবার, আহত এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।