টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পুলিশ ও ছাত্রলীগের হামলায় লিয়াকত আলী খান (৫৬) নামে এক কৃষক আহত হয়েছেন।
শনিবার (৫ জুলাই) রাতে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের উয়ার্শী গ্রামে এ ঘটনাটি ঘটেছে ।
হামলাকারিরা উয়ার্শী গ্রামের শহীদুর রহমানের পুত্র ।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী জানান, কৃষক লিয়াকত আলী উয়াশী আমতলী হানিফের চায়ের দোকানে চা পান করার সময় ঢাকার মতিঝিলে কর্মরত পুলিশ সদস্য রিয়ান (২৭) ও তার ভাই ছাত্রলীগ উয়ার্শী ইউনিয়নের যুগ্ম আহবায়ক রিয়াদ দেশীয় অস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়।
পরে রডের আঘাতে লিয়াকত আলী খান গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে আহত লিয়াকতের ছেলে সিয়াম বাদী হয়ে রবিবার মির্জাপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে।
জানাগেছে, দুইমাস আগে ধান মাড়াইয়ের হাড়ভেস্টার মেশিন বসানো নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। তার রেশ ধরেই এই হামলা চালানো হয়েছে বলে লিয়াকতের ছেলে সিয়াম অভিযোগ করেন।
তিনি আরো জানান, উয়ার্শী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রিয়াদ উয়ার্শী গ্রামে আওয়ামী লীগের আমল থেকেই গাজা ও ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। তার বিরুদ্ধে ৪/৫ মামলাও রয়েছে।
এ ছাড়াও সে অবৈধ মাটিকাটার ব্যবসার সাথে সম্পৃক্ত।
এ বিষয়ে মির্জাপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, বিষয়টি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.