
বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক শামীম আল মামুন জুয়েল বলেছেন, ফ্যাসিস্ট সরকার শিক্ষকদের একটা দাবিও পূরণ করেনি বরং তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।
মাধ্যমিক পর্যায়ে গত বছর ২৫ শতাংশ শিক্ষার্থী ঝড়ে পড়েছে। এর কারণ মানহীন কারিকুলাম। এখান থেকে অবশ্যই ফিরে আসতে হবে।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে টাঙ্গাইল শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শামীম আল মামুন জুয়েল বলেন, শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করলেই শিক্ষা থেকে বৈষম্য দূর হবে। ফলে শিক্ষার মান বাড়বে এবং জাতি এগিয়ে যাবে।
শুধু উন্নয়ন দিয়ে দেশ চলে না। যদি উন্নয়ন দিয়ে দেশ চলতো তাহলে ফ্যাসিস্ট সরকার যেত না। উন্নয়নকে টেকসই করতে হলে শিক্ষিত জাতি লাগবে।
বাংলদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল সদর উপজেলার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন- টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল।
প্রধান আলোচক ছিলেন- বিটিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি বেগম নুরুন্নাহার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, বিটিএর উপদেষ্টা আবুল কাশেম, সহ-সভাপতি গোলাম রব্বানী ও মীর মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক ও শিক্ষিরা উপস্থিত ছিলেন।