টাঙ্গাইলের ঘাটাইলে অবৈধ দুই সীসা তৈরির কারখানা গুঁড়েয় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের নেতৃত্বে উপজেলার সাগরদিঘী ইউনিয়নের কামালপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন, গজারি বনের ভেতরে চক্রটি দুটি কারখানা স্থাপন করে। সেখানে পুরাতন ব্যাটারী আগুনে পুড়িয়ে সীসা তৈরি ও বিক্রি করে আসছিল।
যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ও হুমকি স্বরুপ। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে জানালে অভিযান চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেওয়া হয়।
অভিযানকালে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জীব কুমার ঘোষ ও পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর, সেনা সদস্য, ফায়ার সার্ভিস ও বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.