জুলাই আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথেও বেশ সরব ছিলেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
সেই চমক এবার সরব হলেন ধর্ষণের বিচারের দাবিতে। সেইসঙ্গে ন্যায় বিচারের জন্য সবাইকে আওয়াজ তুলতে বললেন এই অভিনেত্রী।
কুমিল্লার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চমক লিখেন, যারা মেয়েটির বিবস্র ভিডিওটি শেয়ার করেছেন, প্লিজ দয়া করে সেটা ডিলিট করে দিন। আপনার কাছের লোকদেরও অনুরোধ করুন। ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন তবে মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে রক্ষা করে।
কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে তাকে নির্যাতন করা হয়। এই ঘটনার একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে গেছে। এই ঘটনায় অন্তর্জালে প্রতিবাদের ঝড় উঠেছে। এবার সেই দলে শামিল হলেন চমক।
ধর্ষণের পর নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকায় তিন জনকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.