আজ শনিবার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে যৌনকর্মীরা নিঃস্ব হয়েছেন। তারা সরকারি সহায়তা কামনা করেছেন।
এ দিকে, দুপুর ১২টার দিকে টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের নেতৃত্বে জেলা বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ সময় ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেওয়ার পাশাপাশি তাদেরকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে যৌনপল্লির একটি ঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। তা মুহূর্তের মধ্যে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
পরে দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কেউ হতাহত হননি।
ক্ষতিগ্রস্তরা বলছেন, আগুনে তাদের ঘরের সবকিছু পুড়ে ছাই হয়েছে। সরকারের পক্ষ থেকে সহায়তা না পেলে তারা এ ক্ষতি কাটিয়ে উঠতে পারবেন না।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ন কার্নায়েল জানান, বেলা সাড়ে ১১টার দিকে আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসি।
প্রথমে দুটি ইউনিট নিয়ে কাজ শুরু করলেও পরে চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। পাশের পুকুরে পর্যাপ্ত পানি থাকায় এবং স্থানীয়রা সহযোগিতা করায় কম সময়ে আগুন নিয়ন্ত্রণে এসেছে।
দিনের বেলায় অগ্নিকাণ্ড ঘটায় সহজেই আগুন নেভানো সম্ভব হয়েছে।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগেছে। আনুমানিক ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.