প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৯, ২০২৫, ১:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৫, ৯:০৯ এ.এম
নাগরপুরে মডেল পলিথিনমুক্ত বাজার গড়ার পথে জেলা প্রশাসনের দৃষ্টান্তমূলক পদক্ষেপ

পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় গৃহীত হয়েছে এক যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক উদ্যোগ।
বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা সদর বাজারকে পলিথিনমুক্ত ঘোষণার লক্ষ্যে এক বিশেষ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।
এই কর্মসূচির আওতায় নাগরপুর বাজারের ১০০ জন মুদি ব্যবসায়ীর মাঝে বিতরণ করা হয় ১০০টি করে মোট ১০,০০০টি পাটের ব্যাগ।
তারা এ সব ব্যাগ ব্যবহার করবেন গ্রাহকদের মাঝে পলিথিনের বিকল্প হিসেবে। উদ্দেশ্য বাজারের প্রতিদিনের লেনদেনে পলিথিনের ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা।
পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগকে আরও সাশ্রয়ী ও দীর্ঘমেয়াদি করতে ১৫ জন অসচ্ছল নারীকে বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করা হয়। তারা সেলাই মেশিন ব্যবহার করে কাপড়ের ব্যাগ তৈরি করবেন, যা নিয়মিতভাবে বাজারে সরবরাহ করা হবে।
এতে যেমন পরিবেশ সুরক্ষা হবে, তেমনি নারীরাও আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।
জেলা প্রশাসক শরীফা হক বলেন,“নাগরপুর বাজারকে দেশের একটি মডেল পলিথিনমুক্ত বাজার হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগ শুধু পরিবেশ নয়, নারী ক্ষমতায়ন ও স্থানীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত মোহাম্মদ নোমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল জেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাইমিনুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী নেতা, সাংবাদিক ও সাধারণ জনগণ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক নাগরপুর সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.