
টাঙ্গাইলে প্রথম দিনের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৩০০ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলো।
বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ১ টা পর্যন্ত বাংলা প্রথমপত্র পরীক্ষা হয়। সকালে জেলা প্রশাসক শরীফা হকসহ সংশ্লিষ্টরা শহরের বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করেন।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ৬৭টি কেন্দ্রের ৪টি ভেন্যুতে পরীক্ষা চলছে। এতে মোট ছাত্র ১৭ হাজার ৭৯ জন এবং ছাত্রী ১৫ হাজার ৫৩৪ জন।
এর মধ্যে এইচএসসি পরীক্ষার্থী ২৪ হাজার ৯১৭ জন, আলিম ১ হাজার ৫১৯, এইচএসসি (ভোকেশনাল) ১৩৮ এবং এইচএসসি (বিএম) ৬ হাজার ৩৯ জন। প্রথম দিনের ২৫ হাজার ৮৮৩ জন শিক্ষার্থীর মধ্যে ২৫ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী উপস্থিত ছিলো।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত বলেন, নকল মুক্ত পরীক্ষা গ্রহণের জন্য ৩২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।
জেলা ও উপজেলা পর্যায়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে এক জন করে ট্যাগ অফিসার কাজ করছেন। ঝড় ও বৃষ্টিতে যাতে বিদ্যুতের কোন সমস্যা হলে, সে লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
জেলা প্রশাসক শরীফা হক বলেন, নকলমুক্ত শান্তিপূর্ণভাব শিক্ষার্থী যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে তার সকল ব্যববস্থা গ্রহণ করা হয়েছে।