
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক যুবক (৩৬) করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই সময়ে তিন জনের নমুনা পরীক্ষা করা হয়।
শুক্রবার (২৭ জুন) দুপুরে টাঙ্গাইল জেলার সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়৷
সিভিল সার্জন অফিস জানায়, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল মেডিকেল কলেজ ও হাসপাতালে তিন জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ জনের করোনা শনাক্ত হয়।
করোনা আক্রান্তের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইল ইউনিয়নে। বর্তমানে তিনি নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।
সূত্র জানায়, গত বছর ২০২০ সালে (৮ এপ্রিল) টাঙ্গাইল জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়।
পরে ওই বছরের ২০ এপ্রিল টাঙ্গাইল জেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। সে সময় জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৯ হাজার ৬৯০। মোট মৃত্যু ছিল ২৭২ জন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা সিভিল সার্জন ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু ।