টাঙ্গাইলের সখীপুর উপেজলায় এক সঙ্গে এইচ.এস.সি পরীক্ষা দিচ্ছেন তিন বোন।
বৃহস্পতিবার (২৬ জুন) শুরু হওয়া পরীক্ষায় তারা টাঙ্গাইলের সখীপুর উপজেলার আবাসিক মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে অংশ নিয়েছেন।
সখীপুর উপজেলার সরকারি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন এই তিন বোন।
তিন বোনেরা হলেন- সখীপুর পৌরসভার (৫ নং ওয়ার্ডের) বাসিন্দা শফিকুল ইসলামের বড় মেয়ে সুমাইয়া ইসলাম (২০), মেজো মেয়ে সাদিয়া ইসলাম (১৯) ও ছোট মেয়ে রাদিয়া ইসলাম (১৮)। তাদের একসঙ্গে পরীক্ষা দেওয়ার বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে।
জানা গিয়েছে, শফিকুল ইসলাম সৌদি আরব প্রবাসী হওয়ায় সেখানেই তিন বোনের জন্ম। এরপর ২০১০ সালে সৌদি আরবের মক্কায় ব্যবসা বাদ দিয়ে পরিবার নিয়ে দেশে চলে আসেন।
এ বিষয়ে শফিকুল ইসলাম বলেন, বিগত পরীক্ষায় মেয়েদের ফলাফলে আমি অত্যন্ত আনন্দিত। আশা করি এবার এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করবে মেয়েরা। তারা উচ্চ শিক্ষা লাভে সর্বোচ্চ চেষ্টা করবে বলে আমি মনে করি।
অন্যদিকে, পরীক্ষায় অংশ নেওয়া তিন বোন জানান, বাবা-মায়ের স্বপ্ন পূরণ করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। আমরা উচ্চ শিক্ষা লাভ করে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের পাশা পাশি সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখতে চাই।
এ প্রসঙ্গে টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ এম.এ.রউফ জানান, তিন বোন মেধাবী শিক্ষার্থী। এর আগে তারা প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে।
এবারের পরীক্ষায়ও তারা কৃতিত্বের ধারাবাহিকতার স্বাক্ষর রাখবে বলে আমরা আশা করি।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.