টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন খান (৪৮) নামে একজন নিহত হয়েছেন।
শনিবার (২১ জুন) রাত সাড়ে তিন টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার বাইপাসের বাওয়ার কুমারজানী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি কাভার্ডভ্যানের চালক ছিলেন।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান রাত সাড়ে তিনটার দিকে মহাসড়কের ওই স্থানে পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।
এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলে চালক মারা যান।
পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.