টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২০ জুন) সকাল ১১ টায় শহরের নিরালা ঘর রেস্টুরেন্টে এক সাধারণ সভার মাধ্যমে নবগঠিত এই ইউনিয়নের প্রথম কমিটি গঠন করা হয়।
দৈনিক দিনকাল পত্রিকার স্টাফ রিপোর্টার শামসাদুল আখতার শামীমকে সভাপতি এবং এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ও দৈনিক আমার দেশ পত্রিকার টাঙ্গাইল জেলা প্রতিনিধি মহব্বত হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি মির্জা মাসুদ (মাই টিভি), যুগ্ম সম্পাদক শফিকুজ্জামান খান মোস্তফা (এশিয়ান টিভি ও দৈনিক বাংলা বাজার), কোষাধ্যক্ষ মহিউদ্দিন সুমন (জিটিভি ও বাসস), সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন (আর টিভি ও দৈনিক মানব জমিন, ভূঞাপুর) এবং ক্রীড়া সম্পাদক আনোয়ার কবির (আমার দেশ, সখিপুর)।
অনুষ্ঠানে অতিথি ছিলেন- প্রবীণ সাংবাদিক ও টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস এবং যুক্তরাষ্ট্র সেন্ট্রাল বিএনপির সাবেক সভাপতি নাসিম এম খান রুনু।
এ সময় টাঙ্গাইলের ১২টি উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় ৭০ জন সংবাদকর্মী অংশ নেন।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.