মাত্র ৫৪ বছর বয়সে ২০২৫ সালের ২৩ মে না ফেরার দেশে চলে যান বলিউড অভিনেতা মুকুল দেব। কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন তিনি, ভর্তি ছিলেন হাসপাতালে, রাখা হয়েছিল আইসিইউতেও।
কিন্তু চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি। মুকুলের মৃত্যুর পর বিভিন্ন মহলে নানা গুঞ্জন ছড়ালেও এবার মুখ খুললেন তার ভাই, অভিনেতা রাহুল দেব।
এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায় রাহুল জানান, ভাইয়ের মৃত্যুর প্রকৃত কারণ ছিল অসুস্থ শরীর, খাওয়া-দাওয়ার অনিয়ম এবং দীর্ঘদিনের একাকিত্ব। তিনি বলেন, মুকুল সাড়ে আট দিন আইসিইউতে ছিলেন।
শেষ চার-পাঁচ দিন তো একেবারেই কিছু খেত না। এভাবে শরীর ভেঙে পড়ে। চিকিৎসা ব্যর্থ হয়।
রাহুলের ভাষায়, মুকুল মানসিকভাবে ভীষণ নিঃসঙ্গ ছিল। জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। অনেক কাজের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছিল। হ্যাঁ, ওর ওজন কিছুটা বেড়ে গিয়েছিল, কিন্তু সেটা অসুস্থতার জন্য নয় নিজের যত্ন না নেয়ার জন্য।
তিনি আরও বলেন, অনেকেই এখন নানা মন্তব্য করছেন, কিন্তু জীবিত অবস্থায় কেউ খোঁজ নেয়নি। এখন বলছে মুকুল নাকি ডিপ্রেশনে ছিল, অসুস্থ ছিল তবে তারা তখন কোথায় ছিল? কেউ ওকে হাসপাতালে দেখতে আসেনি, প্রার্থনা সভাতেও ছিল না।
রাহুল চান, ভাই মুকুলকে মানুষ মনে রাখুক একজন বুদ্ধিদীপ্ত, সংবেদনশীল ও আকর্ষণীয় মানুষ হিসেবে, একজন হারিয়ে যাওয়া মানুষ হিসেবে নয়।
প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে মুকুল দিল্লিতে বাস করছিলেন তার অসুস্থ মা-বাবার দেখাশোনার জন্য। সেখানেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন। সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন, শরীর ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়া বন্ধ করে দেন যার পরিণতিই এই মর্মান্তিক মৃত্যু।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.