
টাঙ্গাইলের সখীপুর পৌর এলাকায় একটি বাসা থেকে ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে খদ্দেরসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
সোমবার (১৬জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
ঘটনার বিবরণে জানা যায়,জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান করে। টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক নুরুজ্জামানসহ সঙ্গীয় ফোর্স।
এ সময় ডিবি পুলিশ আব্দুল খালেকের ছেলে মাদক ব্যবসায়ী রুবেল (৩০) কে গ্রেপ্তার করে।
এ দিকে রুবেলের দেওয়া তথ্যমতে অন্য কক্ষে লুকিয়ে থাকা গনি মিয়ার ছেলে মো.আরিয়ান হাসান (১৯) ও আজমত আলীর ছেলে মো. রিজন মিয়া (২২) কে গ্রেপ্তার করা হয়।
এ সময় রুবেলের কাছে পলিথিনে মোড়ানো বায়ুরোধক জিপার ব্যাগে পাঁচ শত পিচ ইয়াবা পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত আসামিরা জানায়, একে অপরের সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা চালিয়ে পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮এর ৩৬ (১) অনুসারে মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামি আদালতে পাঠানো হবে।