সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর হলিদ্রাচালা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম (৫০) ওই গ্রামের মৃত নায়েব মিয়ার ছেলে।
এ বিষয়ে নিহতের ভাই শামসুল আলম জানান, সকালে তার ভাই রফিকুল ইসলামের সাথে চাচাতো ভাই আয়নালের জমিতে গাছ লাগানো নিয়ে কথা কাটাকাটি হয়।
এর কিছুক্ষণ পর আয়নালের স্ত্রী সেলিনা বেগম ও তার লোকজন এসে দেশীয় অস্ত্র দিয়ে রফিকুল ইসলামকে পিটিয়ে আহত করে। বাধা দিতে গেলে শামসুল আলমকেও হামলা করা হয়।
এরপর আহত অবস্থায় রফিকুল ইসলামকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শামসুল আলম হত্যাকারীদের উপযুক্ত বিচার দাবি করেছেন এবং এ ঘটনায় অভিযুক্ত আয়নাল হক, তার স্ত্রী সেলিনা বেগম, মেয়ে কুলসুম এবং তার জামাই নাজমুলের বিচার দাবি করেছেন।
এই ঘটনায় হত্যায় অভিযুক্ত নিহতের চাচাতো ভাই এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুইজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে তিনি জানিয়েছেন।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.