টাঙ্গাইলের ঘাটাইলে সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিক্কাকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ জুন) ভোরে নিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শফিকুল ইসলাম দিঘলকান্দি ইউনিয়নের (৭ নং) ওয়ার্ড কালিয়াগ্রামের মৃত শামছুল আলম খানের ছেলে। তিনি দিঘলকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
পুলিশ জানায়, মধুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর হামলার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর বলেন, ঘাটাইল থানার সহযোগিতায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
পরে বৃহস্পতিবার দুপুরে তাকে তিনদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.