টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার যমুনা নদীর তীর থেকে ১১টি মর্টার শেল উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটিতাপাড়া এলাকা থেকে মর্টার শেলগুলো উদ্ধার হয়।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া অধিকাংশ মর্টার শেলের ভেতর কোনো বিস্ফোরক নেই। এলাকাবাসীর দাবি, এগুলো মুক্তিযুদ্ধের সময়কার স্মারক।
স্থানীয়রা জানান, মো. শাহাদত নামে এক ব্যক্তি যমুনা নদীর পাড়ে মাছ ধরতে গিয়ে প্রথমে মর্টার শেলগুলো দেখতে পান।
তিনি আশপাশের লোকজনকে বিষয়টি জানালে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায় এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মর্টার শেলগুলো উদ্ধার করে সেনা ক্যাম্পে নিয়ে যায়।
এলাকাবাসী জানান, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই পাটিতাপাড়া ও মাটিকাটা যমুনা নদীর তীরে পাকিস্তানি বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। ধারণা করা হচ্ছে, সেই জাহাজ থেকেই মর্টার শেলগুলো নদীর তীরে চলে এসেছে।
স্থানীয় বাসিন্দা রুবেল সরকার, মনির মণ্ডল ও রফিকুল ইসলাম জানান, পূর্ব পুরুষদের মুখে তারা শুনেছেন, এই এলাকায় একটি পাকিস্তানি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছিল। সেই স্মৃতিই আজ যেন আবার ফিরে এসেছে এই মর্টার শেল উদ্ধারের মাধ্যমে।
নিকরাইল ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে এসে আমি মর্টার শেলগুলো নিজ চোখে দেখি। তাৎক্ষণিক ভূঞাপুর থানায় খবর দেই। এলাকার নিরাপত্তা নিশ্চিত করি, যেন শেলগুলো সঠিক প্রক্রিয়ায় হস্তান্তর করা যায়।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, ধারণা করা হচ্ছে, মর্টার শেলগুলো মুক্তিযুদ্ধের সময়কার। অধিকাংশ শেলের ভেতরে কোনো বিস্ফোরক নেই। শেল গুলো সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.