
এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিদেশে পালিয়ে গেলেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন।
অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহার করে সরকারি বড় বড় পদ দখল করে রাখার বিস্তর অভিযোগ থাকা সত্ত্বেও বিদেশে গেলেন তিনি।
রবিবার সকালে একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন শেখ পরিবারের এই সদস্য।
শেখ কবিরের দেশত্যাগের বিষয়ে জানতে চাইলে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন বলেন, রবিবার সকালে একটি ফ্লাইটে তিনি দেশের বাইরে গেছেন।
শেখ কবিরের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কিনা জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
জানা গেছে, বর্তমানে শারীরিকভাবে অক্ষম হওয়ায় স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না পতিত স্বৈরাচার শেখ হাসিনার চাচা শেখ কবির। এরপরও ক্ষমতার প্রভাব খাটিয়ে গুরুত্বপূর্ণ ২৩ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষ পদে ছিলেন।
এ সব প্রতিষ্ঠান ও সংস্থার মধ্যে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত একাধিক বিমা কোম্পানি, সেবা খাতের সরকারি ও বেসরকারি কোম্পানি, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং গুরুত্বপূর্ণ অ্যাসোসিয়েশন। শারীরিক অসুস্থতার কারণে এ সব প্রতিষ্ঠানের বোর্ড মিটিংয়েও নিয়মিত অংশ নিতে পারেননি তিনি।
কিন্তু তার নাম ভাঙিয়ে এবং কখনো ক্ষমতার প্রভাব দেখিয়ে সরকারি নানা সুবিধা পেয়েছেন বিভিন্ন ব্যক্তি। আবার কোনো কোম্পানি দখল করার পর তাকে সামনে রাখা হয়েছে।
শেখ কবির সম্পর্কে শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। সেই হিসেবে শেখ হাসিনার চাচা তিনি।
এ ছাড়া, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন ৮২ বছর বয়সী শেখ কবির। এ পরিচয়েই তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদে ছিলেন।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতন হলে বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি। এরপর থেকে অনেকটা আত্মগোপনে চলে যান।
এবার আওয়ামী লীগ সরকারের পতনের ১০ মাস পর দেশ ছাড়লেন তিনি।