গতকাল শনিবার (৭ জুন) রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত্যুর সময় নাসরিন সিদ্দিকীর বয়স হয়েছিল ৭০ বছর।
নাসরিন সিদ্দিকীর মৃত্যুর খবর নিশ্চিত করেন, কাদের সিদ্দিকীর ব্যক্তিগত সহকারী ফরিদ আহমেদ।
তিনি জানান, গত (২২ মে) নাসরিন সিদ্দিকীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়।
পরে স্কয়ার হাসপাতালে নিউরো নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে গত (২৪ মে) মস্তিকে অস্ত্রপাচার হয়।
গত (২২ মে) থেকে তিনি অচেতন ছিলেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গতকাল শনিবার রাত ১১টার দিকে নাসরিন সিদ্দিকী মৃত্যুবরণ করেন।
ফরিদ আহমেদ আরো জানান, গতকাল রাতেই নাসরিন সিদ্দিকীর মরদেহ টাঙ্গাইল পৌর শহরের জেলা সদর এলাকায় কাদের সিদ্দিকীর বাসভবন ‘সোনার বাংলা’য় আনা হয়।
পরে আজ রোববার (৮ জুন) দুপুর ১২টায় মরদেহ কাদের সিদ্দিকীর আকুর টাকুর পাড়ার পৈতৃক বাসভবন সিদ্দিকী কটেজ এ নেওয়া হয়।
পরে জোহরের নামাজের পর পিটিআই স্কুল মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
পরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতি হাটিতে কাদের সিদ্দিকীর গ্রামের বাড়িতে আসরের নামাজের পর দ্বিতীয় জানাজা হয়। সেখানেই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
নারসিন সিদ্দিকী টাঙ্গাইলের কুমুদিনী কলেজের সাবেক অধ্যক্ষ নার্গিস হামিদ কোরেশীর মেয়ে। তিনি কাদের সিদ্দিকী প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.