ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে টহল জোরদার করেছে র্যাব।
মঙ্গলবার (৩ জুন) রাত ৯টার দিকে মহাসড়কের মির্জাপুর চরপাড়া বাইপাসে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
টহল জোরদার নেতৃত্ব দেন র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন। এ সময় র্যাব সদস্যরা বিভিন্ন গাড়ি তল্লাশি এবং লিফলেট বিতরণ করেন।
র্যাব-১৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার মেজর কাউসার বাঁধন বলেন, সম্প্রতি মহাসড়কে ডাকাতি বেড়ে গেছে। এতে করে মহাসড়কে র্যাবের পেট্রোল টিম জোরদার করা হয়েছে। এই টিম বিভিন্ন স্থানে ডাকাতি প্রতিরোধে কাজ করবে।
এ ছাড়া পুরো ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এ কার্যক্রম সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় প্রতিটি গাড়িতে র্যাব ও পুলিশের নম্বরসহ লিফলেট বিতরণ করা হচ্ছে।
গত কয়েক দিন মহাসড়কের টাঙ্গাইলর অংশে চারটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। ফলে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রী ও চালকদের মধ্যে।
বিশেষ করে যাত্রীবেশে বাসে উঠে চালক, সহকারী ও সুপারভাইজারসহ যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব ছিনতাই করে নিচ্ছে ডাকাতদল। ডাকাতির পাশাপাশি নারী যাত্রীদের শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.