ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ বাড়ছে। যাত্রীদের নিরাপত্তা দিতে চন্দ্রা এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।
সোমবার (২ জুন) সকাল থেকে মহাসড়কে অতিরিক্ত গণপরিবহনের চলাচল ছিল চোখে পড়ার মতো।
জানা যায়, উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষ এই চন্দ্রা দিয়ে বাড়ি যেতে হয়। ফলে প্রতি বছর এই চন্দ্রা ত্রিমোড় এলাকায় যানজটের ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। কয়েকদিন পরেই ঈদুল আজহা। তাই সোমবার সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বেড়েছে গণপরিবহন ও পশুবাহী গাড়ির চাপ।
এ ছাড়া উপজেলায় তিন শতাধিক শিল্প কারখানা রয়েছে। সকালে ছোট ছোট অনেক শিল্প কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। যার ফলে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন অনেকে।
এ দিকে, চন্দ্রা এলাকায় ছিনতাইকারী, ডাকাতি, মলম পার্টি সদস্যদের হাতে যেন যাত্রীরা কোনো রকম হয়রানির শিকার না হতে হয়। তার জন্য চন্দ্রা এলাকাজুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। সকাল থেকেই যানজট নিরসনে মহাসড়কে সেনাবাহিনী সদস্য ও পুলিশ সদস্যরা কাজ করে যাচ্ছেন।
এ বিষয়ে নাওজোড় (কোনাবাড়ি) হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সওগা তুল আলম বলেন, এবার ঈদকে ঘিরে মহাসড়কে যাত্রীদের নিরাপত্তা দিতে চন্দ্রা এলাকা জুড়ে ১০০ সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়া হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা মহাসড়কে থাকবে।
<p style="text-align: center;">সম্পাদক - আব্দুস ছালাম মিয়া।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">নির্বাহী সম্পাদক - অন্তু দাস (হৃদয়)।</p><p style="text-align: center;"><br></p><p style="text-align: center;">প্রকাশক - জহির আহাম্মেদ।</p>
Copyright © 2025 টাঙ্গাইল প্রবাহ. All rights reserved.