
প্রতিবছরের ন্যায় এ বছরেও টাঙ্গাইল পৈৗর শহরের কালীপুর শ্রী শ্রী লোকনাথ ব্রাহ্মচারী আশ্রমে হরিনাম সংকীর্তন শুরু হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল থেকেই ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন দলের পরিবেশনায় কীর্তন শুরু হয়েছে।
আগামী রবিবার (১ জুন) পর্যন্ত ২৪ প্রহর ব্যাপী এ শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন চলবে।
কীর্তন পরিবেশনায় রয়েছেন- গৌরবানী সম্প্রদায় (ঝিনাইদহ), নিত্যানন্দ সম্প্রদায় (খুলনা), রাধা বিনোদ সম্প্রদায় (কুষ্টিয়া), শ্রী রাম কৃষ্ণ সম্প্রদায় (সিরাজগঞ্জ), প্রতিমা সম্প্রদায় (মাদারীপুর), সোনার গোপাল সম্প্রদায় (পিরোজপুর)।
আগামী সোমবার (২ জুন) শ্রী শ্রী রাধাগোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হবে।
এ দিকে, লীলী কীর্তন পরিবেশন করবেন- ছোট হরিদাস (সাতক্ষিরা), কুমারী আশালতা (সাতক্ষিরা) ও উত্তম কুমার সাহা (বগুড়া)।